পণ্যের ছবি এবং বর্ণনা :

১. পণ্যের ছবি হতে হবে ৮০০ * ৮০০ সাদা ব্যাকগ্রাউন্ড

২. পণ্যের ছবির সাইজ ১০০ থেকে ১৫০ কিলোবাইট এর বেশি হতে পারবে না  

৩. ছবির সাথে কোনো মডেল, এনিম্যাল অথবা ইসলামে নিষিদ্ধ এমন কিছু ব্যবহার করা যাবে না

৪. ছবি হিসেবে সামনের ভিউ, পাশের ভিউ, উপরের ভিউ, নিচের ভিউ, ভিতরের ভিউ এবং সাইজ  অবশ্যই দিতে হবে

৫. পণ্যের বর্ণনাতে অবশ্যই উৎপাদনের দেশ, তারিখ এবং কোম্পানির নাম লিখতে হবে

৬. পণ্যের ছবি সাধারণ অবস্থায় পুরাপুরি দৃশ্যমান হতে হবে

৭. কোনো ধরণের অস্পষ্ট অথবা কম রেজুলেশন এর ছবি ব্যবহার করা যাবে না

৮. পণ্যের সঠিক পরিমাপ উল্লেখ করতে হবে

৯. পণ্যের সঠিক সাইজ উল্লেখ করতে হবে

১০. পণ্যের কোনো ধরণের মিথ্যা তথ্য দেয়া যাবে না

মার্চেন্ট এর শর্ত :

১. মার্চেন্ট কে পুরোপুরি সৎ হতে হবে

২. মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে পেমেন্ট বাজেয়াপ্ত  এবং সদস্য পদ বাতিল করা হবে

৩. কোনো ধরণের ভেজাল পণ্য বিক্রি করা যাবে না

৪. পণ্যের বর্ণনার সাথে পণ্যের কোনো ধরণের অমিল হওয়া যাবে না

৫. পণ্যের সঠিক বর্ণনা দিতে হবে

৬. পণ্য ডেলিভারি পর্যন্ত সব খরচ মার্চেন্ট কে বহন করতে হবে

৭. পণ্য ডেলিভারির ৭ দিন পর মার্চেন্ট পেমেন্ট পাবে

৮. কাস্টমার রিটার্ন করতে চাইলে ১৫ দিন পর্যন্ত মার্চেন্ট নিজ খরচে পণ্য ফেরত নিতে বাধ্য থাকবে

৯. মার্চেন্ট হিসেবে রেজিস্ট্রেশন এর সময় মার্চেন্ট এর সঠিক তথ্য এবং NID কার্ড ইমেইল করে সেন্ড করতে হবে

১০. আমাদের কোনো মাসিক সাবস্ক্রিপশন ফী নাই

১১. প্রত্যেক সাকসেসফুল অর্ডার এর জন্য মার্চেন্ট কে ৫% করে সার্ভিস ফী দিতে হবে

উপরোক্ত শর্ত আমি জেনে এবং বুঝে মেনে নিচ্ছি এবং উক্ত কোনো একটা শর্ত ভঙ্গ করলে কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা নিতে পারবে |